ইউটিউব কমিউনিটি গাইডলাইন ২০২২
ইউটিউব কমিউনিটি গাইডলাইন ২০২২
এই ভিডিওটিতে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন সম্পর্কে বলা হয়েছে। সম্পূর্ণ ব্লগটি পড়ার সময় না হলে ভিডিওটি দেখতে পারেন আরো সহজ ভাবে বুঝার জন্য।
ইউটিউব কমিউনিটি গাইডলাইনঃ-
বন্ধুরা ইউটিউব সর্বমোট ৫ টি কমিউনিটি গাইডলাইন এর বিষয় উল্লেখ করেছে, আর এই ৫ টি গাইডলাইনের মধ্যে আরো বেশ কিছু সাব ক্যাটাগরি গাইডলাইন রয়েছে। এর মধ্যে প্রথমেই রয়েছেঃ-
১.স্প্যাম ও ডিসেপটিভ প্র্যাকটিস
বন্ধুররা এই গাইডলাইনের মধ্যে ৩ টি গুরুত্বপূৃর্ন বিষয় রয়েছে, যার মধ্যে প্রথমে হলো, আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও গুলো কে কোনো আর্টিফিশিয়াল সফটওয়্যার দ্বারা প্রমোট কিংবা ভিডিওতে ভিউস, লাইক, কমেন্ট করালে তা কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করবে যার কারণে যেকোনো সময় আপনার চ্যানেল টার্মিনেট হয়ে যেতে পারে। অর্থাৎ আপনার চ্যানেলকে কোনো ভাবেই কোনো স্প্যামিং পদ্ধতি দ্বারা প্রমোট করতে পারবেন না। যেমন সাব ফর সাব, সাবস্ক্রাইবার ওয়াচটাইম কেনা ইত্যাদি এসব করা যাবে না। এছাড়া এই গাইডলাইনে ২য় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা আছে সেটি হলো আপনি ইউটিউবের অন্য কোনো চ্যানেলের লগো,ব্যানার আর্ট,নাম,ভিডিও মেকিং স্টাইল, টাইটেল হুবহু কপি করতে পারবেন না। যদি এমনটা করেন তাহলে আপনার চ্যানেল টার্মিনেট করা হতে পারে। এবং সর্বশেষ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা আছে এই গাইডলাইনে সেটি হলো আপনার ভিডিওর ডেসক্রিপশন এর মধ্যে স্প্যামিং লিংক বা শেয়ার করতে পারবেন না যা দ্বারা দর্শকরা কোনো ভাবে ক্ষতিগ্রস্থ হতে পারে।
২. সেনসিটিভ কনটেন্ট
বন্ধুরা এটি ইউটিউবের অত্যন্ত গুরুত্বপূর্ণ বড় একটি গাইডলাইন, এখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো child safety। বন্ধুরা ইউটিউবে শিশুদের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার জন্য ইউটিউব কোপা সেটিং নামে একটা সেটিংসও দিয়েছে যেখানে শুধুমাত্র শিশুদের জন্য উপযুক্ত সেই সম্ভস্ত ভিডিও থাকবে। এখন আপনার কোনো কনটেন্ট দ্বারা শিশুরা মানসিক ভাবে ক্ষতিগ্রস্থ হতে পারে এই রকম কোনো কনটেন্ট আপনি আপলোড করতে পারবেন না। আপনার কোনো ভিডিও ক্লিপের মধ্যে শিশুর উপর শারীরিক মানসিক অত্যাচার করা হচ্ছে এমন কিছু আপনি আপলোড করতে পারবেন না। যদি করেন তাহলে আপনার চ্যানেল যেকোনো সময় টার্মিনেট করা হতে পারে। আপনার ভিডিওর মধ্যে শিশুদের কোনো ক্লিপ থাকলে অবশ্যই শিশুকে প্রানবন্ত, হাসিখুশি থাকতে হবে।
এরপর আরেকটি এই গাইডলাইনের আরেকটি বিষয় হলো ভিডিও থাম্বনেল। আপনারা ভিডিওর থাম্বনেল এক ভিডিও আরেক এমনটা কখনো করা যাবে না এবং থাম্বনেল এর মধ্যে কোনো অশ্লীল ছবি কিংবা টেক্স দেওয়া যাবে না। এছাড়াও এই গাইডলাইনে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেমন নিজেকে আঘাত করা অথবা নিজে আত্মহত্যা করা অথবা অন্যকে তা করতে প্ররোচিত করা এমন কোনো ভিডিও আপনি দিতে পারবেন না। অর্থাৎ আপনার কোনো ভিডিও দেখে হতাশ হয়ে কেউ আত্মহত্যা করতে পারে এমন কিছু আপলোড করা যাবে না। এরপর আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেমন নগ্ন অশ্লীল কনটেন্ট আপলোড করা যাবে না এবং গালিগালাজ, খারাপ শব্দ আপনার ভিডিওর মধ্যে আপনি ব্যবহার করতে পারবেন না।
৩.ভায়োলেন্ট ও ক্ষতিকর কনটেন্ট
বন্ধুরা ইউটিউবে কাউকে সরাসরি হুমকি দেওয়া কিংবা কাউকে শারীরিক নির্যাতন, মারামারি, রক্তাক্ত করা হচ্ছে এমন কোনো ভিডিও আপলোড করা যাবে না। এছাড়া কোনো অপরাধ মূলক কর্মকান্ড যা দ্বারা দর্শকরা আপরাধ করতে পারে এমন কোনো কনটেন্ট আপলোড করা যাবে না।
৪. রেগুলেটেট গুডস
বন্ধুরা ইউটিউবে কোনো অবৈধ পণ্য অথবা অবৈধ কেনো সার্ভিসকে প্রমোট করা যাবে না যার দ্বারা দর্শকদের ক্ষতি হতে পারে কিংবা দর্শকরা এই প্ল্যাটফর্ম ছেড়ে দিতে পারে। কারণ এই সমস্ত বিষয় ইউটিউবের কমিউনিটি গাইডলাইনকে ভঙ্গ করে, আর যদি আপনি এমন কোনো কনটেন্ট আপলোড করেন তাহলে আপনার চ্যানেল যেকোনো সময় কোনো ওয়ার্নিং ছাড়া টার্মিনেট করা হতে পারে।
৫. মিসইনফোরমেশন
বন্ধুরা এটি ইউটিউবের আরো একটি গুরুত্বপূর্ন গাইডলাইন। এখানে যে বিষয় গুলো রয়েছে তার মধ্যে প্রথমে হলো কোনো জাতীয় অথবা আন্তর্জাতিক ইলেকশনকে কেন্দ্র করে কোনো ভুল তথ্য নিয়ে তৈরি ভিডিও ইউটিউবে আপলোড করা যাবে না। এছাড়া মহামারিকে কেন্দ্র করে কোনো ভুল তথ্য দিয়ে কোনো ভিডিও আপলোড করলে তা ইউটিউবের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করে। এরপর সরকারি ভাবে নিষিদ্ধ কোনো বিষয় নিয়ে ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করা যাবে না।
বন্ধুরা এই বিষয় গুলোই মূলত ইউটিউব কমিউনিটি গাইডলাইনে উল্লেখ করা আছে। যদি সফল ইউটিউবার হতে চান অবশ্যই এই গাইডলাইন গুলো মেনে ভিডিও তৈরি করতে হবে। তো আজকে এই পর্যন্তই যদি কোনো বিষয় সম্বন্ধে জানার আগ্রহ থাকে কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে শীগ্রই পরে অন্য কোনো টপিক নিয়ে,ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।
কোন মন্তব্য নেই