Header Ads

Header ADS

২০২২ সালে যে সমস্ত চ্যানেল আর মনিটাইজ পাবে না।

২০২২ সালে যে সমস্ত চ্যানেল আর মনিটাইজ পাবে না। 



বন্ধুরা আপনার একটি ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনি অনেক পরিশ্রম করে ভিডিও আপলোড করে ১০০০ সাবস্ক্রাইব ৪ হাজার ঘন্টা ওয়াচটাইম ঘন্টা পূরণ করার পর,মনিটাইজেশন এর জন্য যখন এপ্লাই করবেন, সেই মুহুর্তে জানতে পারলেন আপনার চ্যানেল আর মনিটাইজ পাবেন না, তাহলে কেমন হবে? নিশ্চয়ই চাইবেন এমন কিছু হোক। আর সেজন্য আজকের ব্লগে আপনাদের জানাবো এমন ২০ ধরনের ইউটিউব চ্যানেল সম্পর্কে যেগুলো আগামী বছর অর্থাৎ পরবর্তী সময় থেকে ইউটিউবে আর মনিটাইজ পাবে না। যদি আপনি একজন ইউটিউবার হন অথবা ইউটিউবিং করতে চাচ্ছেন তাহলে অবশ্যই ব্লগটি সম্পূর্ণ পড়তে হবে। চলুন শুরু করা যাক।

১. যেসমস্ত চ্যানেল রিইউজ কনটেন্ট, অথবা কপিরাইটেট কোনো কনটেন্ট যদি আপলোড করে তাহলে সেই সমস্ত চ্যানেল কোনো ভাবেই আর মনিটাইজ পাবে না। কারণ ইউটিউবে পরিষ্কার ভাবেই উল্লেখ আছে ইউটিবের পার্টনার প্রোগরাম এ ঢুকতে হলে কোনো রকম রিইউজ কনটেন্ট  আপলোড করা যাবে না।

২.যে সমস্ত চ্যানেলে বিভিন্ন গানের রিমিক্স, ডিজে ইত্যাদি বানায় সেই সমস্ত চ্যানেল এখন ইউটিউবে আর মনিটাইজ পাবে না। 

৩.যেসব চ্যানেল ক্রিয়েটিভ কমনস থেকে ভিডিও ডাউনলোড করে সরাসরি আপলোড করে দেয় সেসব চ্যানেল আর মনিটাইজ পাবে না। অর্থাৎ ক্রিয়েটিভ কমনস এর ভিডিও একই উদ্দ্যেশ্য নিয়ে আপনার চ্যানেলে আপলোড করলে, তা মনিটাইজ পাবে না। ক্রিয়েটিভ কমনস এর ভিডিও কিভাবে ব্যবহার করলে মনিটাইজ পাবেন তা এই ভিডিওতে বলা হয়েছে দেখে নিতে পারেন।
 


৪.যেসমস্ত চ্যানেল ডান্স কভার ভিডিও বানায় সেই সমস্ত চ্যানেল আর মনিটাইজ পাবে না। 

৫.ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে আপলোড করলে সেগুলো কপিরাইট ক্লেইম বা কপিরাইট স্ট্রাইক নাও আসে তাহলেও রিইউজ কনটেন্ট কারণে চ্যানেল মনিটাইজ হবে না। 

৬. ভয়েস বা ফেস না দিয়ে ভিডিও বানানো যেমন বিভিন্ন ইমেজ স্লাইড শো বানিয়ে সেটায় বিভিন্ন ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করলে সেগুলো মনিটাইজ পাবে না। তবে এর কিছু ব্যাতিক্রম রয়েছে যেমন রান্নার ভিডিও,    বিভিন্ন আর্ট ভিডিও এসব চ্যানেল এডুকেশন ভেলু আছে বলে এগুলো মনিটাইজ পাবে। 

৬.রোলিং টেক্সট দিয়ে ভিডিও বানিয়ে সেগুলোতে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে ভিডিও বানিয়ে সেগুলো ইউটিউবে আপলোড করলে এই ধরনের ভিডিও মনিটাইজ পাবে না। 

৭.টিকটক,ফেসবুক, লাইকি,ইন্সটাগ্রাম থেকে ভিডিও ডাউনলোড করে ইউটিউবে সরাসরি আপলোড করে দিলে  সেসব চ্যানেল আর মনিটাইজ পাবে না। 

৮.একটি ভিডিও ফুটেজকে বার বার যুক্ত করে নতুন ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করলে  সেসব চ্যানেল কোনো ভাবেই মনিটাইজ পাবে না। যেমন আপনি ২ মিনিটের একটা ভিডিওকে এডিট করে দুইবার যুক্ত করে ৪ মিনিট বানালে সেই সমস্ত ভিডিওর কারনে আপনার চ্যানেল মনিটাইজ পাবে না। 

৯.লিরিক্স ভিডিও এখন থেকে ইউটিউবে আর মনিটাইজ পাবে না। 

১০.যেসব চ্যানেল হোয়াটস অ্যাপ স্টোরি টাইপ ভিডিও বানায় সেই চ্যানেল গুলো এখন থেকে আর মনিটাইজ পাবে না।   যেসব চ্যানেল বিভিন্ন মুভি, গান কেটে ছোট ছোট ভিডিও বানায় সেই চ্যানেল গুলো এখন আর মনিটাইজ পাবে না। 

১১.যেসমস্ত গেমিং চ্যানেল ভয়েস ওভার না করে শুধুুমাত্র গেইম প্লে আপলোড করে, সেই চ্যানেল গুুলো এখন আর মনিটাইজ পাবে না। 

১৪. বিভিন্ন সফটওয়্যার এর মোড ভার্সন কিভাবে ডাউনলোড করা যায় এই ধরনের ভিডিও কোনো চ্যানেলে থাকলে, সেই চ্যানেল এখন আর মনিটাইজ পাবে না।

১৫.  যেসব চ্যানেলের ভিডিও এক রকম, থাম্বনেল, টাইটেল,ট্যাগস আরেক রকম সেই চ্যানেল গুলো মিসলিডিং মেটা ডাটার কারণে  আর মনিটাইজ পাবে না। 

১৬. টিভিতে চলমান কোনো অনুষ্ঠান,খেলা ইত্যাদি রেকর্ড করে ইউটিউবে সরাসরি আপলোড করলে সেই চ্যানেল গুলো এখানে মনিটাইজ পাবে না। 

১৭. কোনো নিষিদ্ধ পন্য প্রমোট করা এই ধরনের কোনো ভিডিও আপলোড করলে সেই চ্যানেল কোনো ভাাবে মনিটাইজ পাবে না। 

১৮.ইউটিউবে কোনো প্রাণী হত্যা,নির্যাতন, চুরি, ডাকাতি ইত্যাদি অপরাধ মূলক কোনো ভিডিও দিলে সেই চ্যানেল গুলো কিন্তু কোনো ভাবেই মনিটাইজ পাবে না।

১৯.যেসব চ্যানেল বিভিন্ন সোর্স থেকে সাবস্ক্রাইবার, ওয়াচটাইম কিনে মনিটাইজেশন ক্রাইটেরিয়া পূরণ করে,  সেই চ্যানেল গুুুুলো কিন্তু মনিটাইজ পাবে না। 

২০. যেসব চ্যানেলে এমন ভিডিও রয়েছে যা এই ইউটিউবে দর্শকদের মানসিক ক্ষতিগ্রস্থ করতে পারে, সেসব চ্যানেলও এখানে আর মনিটাইজ পাবে না। 


তে বন্ধুরা এই ছিল ২০ ধরনের চ্যানেল যেগুলো ইউটিউবে ২০২২ থেকে শুরু করে আগামী দিনে মনিটাইজ পাবে না। যদি এই ২০ ধরনের মধ্যে কোনো কনটেন্ট যদি আপনার চ্যানেলে থাকে, তাহলে তা আপলোড করা এখনই বন্ধ করুন। আজকে এই পর্যন্ত দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে,সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। 


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.