Header Ads

Header ADS

ইউটিউবে ট্রাফিক সোর্স কি? কয়টি ট্রাফিক সোর্স রয়েছে?

ইউটিউবে ট্রাফিক সোর্স কি?  কয়টি ট্রাফিক সোর্স রয়েছে?




আসসালামু আলাইকুম, vid solution এর আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগতম। আজকে আমরা জানবো ইউটিউবের ট্রাফিক সোর্স সম্পর্কে। 

বন্ধুরা ইউটিউবে সর্বমোট ১৪ প্রকার ট্রাফিক সোর্স রয়েছে।এখন প্রশ্ন হতে পারে ইউটিউবের ট্রাফিক সোর্স আবার কি? বন্ধুরা ট্রাফিক সোর্স হলো যে সোর্স দিয়ে বা পথ দিয়ে দর্শক বন্ধুরা আপনার ভিডিওর মধ্যে আসতে পারে এবং আপনার ভিডিওর ভিউ বাড়তে পারে। ইউটিউবে ১৪ টা ট্রাফিক সোর্স হলঃ-

চলুন জেনে নিই এই ১৪ টি ট্রাফিক সোর্স সম্পর্কে 

1.Browse feature

বন্ধুরা ইউটিউবের browse feature হল যে সমস্ত ভিডিও আমরা আমাদের Youtube এর হোম পেইজে দেখতে পাই।অর্থাৎ কোনো দর্শক বন্ধু যদি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে কিংবা সাবস্ক্রাইব না করলেও যদি আপনার ভিডিও নিয়মিত দেখে তাহলে সেই দর্শক বন্ধু ইউটিউব এর হোম পেজ ওপেন করলেই আপনার কোনো না কোনো ভিডিও সেখানে থাকবে, যদি সেই দর্শক বন্ধু সেই ভিডিওতে ক্লিক করে, তাহলে এখানে যে ভিউ 
টা আপনি পেলেন সেটাই ইউটিউবের browse feature এর মধ্যে পড়বে। যদি আপনার চ্যানেলে বেশির ভাগ ভিউস এই ট্রাফিক সোর্স থেকে আসে তাহলে বুঝবেন আপনার চ্যানেলে একটিভ দর্শক আছে।

2.Channel Pages

বন্ধুরা আপনার ইউটিউব চ্যানেলের লিংক যদি অন্য সোশাল প্ল্যাটফর্মে শেয়ার করেন এবং সেই লিংকে ক্লিক করে যদি কোনো দর্শক বন্ধু আপনার চ্যানেলের আপনার চ্যানেলের হোম পেজে এসে কোনো ভিডিও দেখে তাহলে এই ট্রাফিক সোর্সটি চ্যানেল হোম পেইজের আন্ডারে পড়বে। অথবা আপনার চ্যানেলের নাম সার্চ করে চ্যানেলের হোম পেজে এসে ভিডিও দেখলেও সেই ভিউ এই ট্রাফিক সোর্স এর আন্ডারে পড়বে। যেসব চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার রয়েছে তাদের এই ট্রাফিক সোর্স থেকে ভিউ আসলে কোনো সমস্যা নেই কিন্তু নতুন চ্যানেলে যদি অতিরিক্ত পরিমাণে এই ট্রাফিক সোর্স থেকে ভিউ আসে তাহলে সেই চ্যানেলের গ্রোথ রেট খুব কম হবে।

3.Youtube Search 

বন্ধুরা ইউটিউব সার্চ এই ট্রাফিক সোর্সটি ইউটিউবের সব থেকে গুরুত্বপূর্ণ একটি সোর্স। কোনো দর্শক বন্ধু যদি কিছু লিখে ইউটিউবে সার্চ করে এবং সেখানে যদি আপনার ভিডিওটি দেখে তাহলে এই ভিউটি ইউটিউব সার্চ এর মধ্যে পড়বে। একটি নতুন চ্যানেলেকে দ্রুত রেংক করানোর জন্য সব থেকে গুরুত্বপূর্ণ সোর্স এটি। কারণ আপনার কোনো ভিডিও যদি সার্চ রেংকিং এ পৌছায় তাহলে আপনি নিশ্চিত থাকুন আপনার ঐ ভিডিও রেংক করবেই। কারণ আপনার ভিডিও ইউটিউব সার্চ এর মাধ্যমে দেখা হলে, ইউটিউব আপনার ভিডিওটি suggested feature এ নিয়ে যাবে, আর এভাবে আপনার ভিডিও ভাইরাল হয়ে যেতে পারে।


4.Suggested Video

এটি আরেকটি বড় ট্রাফিক সোর্স যার মাধ্যমে একটি চ্যানেল দ্রুত রেংক করতে পারে। কারণ এই ট্রাফিক সোর্স দ্বারা আপনার ভিডিও বহু দর্শকের কাছে পৌঁছে যেতে পারে। আর কোনো চ্যানেলে যদি বেশির ভাগ ভিউস এই ট্রাফিক সোর্স থেকে আসে তাহলে আপনি ধরে নিতে পারেন আপনার চ্যানেলটি রেংক করেছে। 

5.Notification 

বন্ধুরা এই ট্রাফিক সোর্স সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। যদি কোনো দর্শক বন্ধু আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে তাহলে আপনি ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন ঐ দর্শক বন্ধুর কাছে পৌঁছে যাবে। আর ঐ নোটিফিকেশনের উপর ক্লিক করে যদি কেউ আপনার ভিডিও দেখে তাহলে Notification ট্রাফিক সোর্স এর আন্ডারে পড়বে।আর এই ট্রাফিক সোর্স থেকে বেশি ভিউস আসলে আপনি বুঝবেন আপনার চ্যানেলে একটিভ সাবস্ক্রাইবার রয়েছে। 

6. Other YouTube features 

বন্ধুরা আমাদের অনেকের কাছে এই ট্রাফিক সোর্সটি সম্পর্কে পরিষ্কার ধারণা নেই। এই ট্রাফিক সোর্সটি হল ধরুন আপনি এটি ভিডিও আপলোড করলেন এবং সেই ভিডিওর নিচে আপনার অন্য কোনো ভিডিওর লিংক দিলেন, যদি কেউ ঐ লিংকে ক্লিক করে আপনার ভিডিও দেখে তাহলে এই ভিউটা Other YouTube features এর মধ্যে পড়বে। এছাড়াও যারা কমেন্ট বক্সে ভিডিও লিংক শেয়ার করে তাদের ভিডিওতেও এই ট্রাফিক সোর্স দিয়ে ভিউ আসতে পারে। 

6.External 

আপনার ভিডিওর লিংক যদি বিভিন্ন সোশাল মিডিয়া যেমন ফেসবুক, টুইটার, ওয়াসআপ ইত্যাদি জায়গায় শেয়ার করেন তাহলে এখান থেকে যে ভিউস গুলো আসবে সেগুলো এই External source এর মধ্যে পড়বে। যদি কোনো চ্যানেলে বেশির ভাগ ভিউস এই সোর্স থেকে আসে তাহলে সেই চ্যানেলের গ্রোথ রেট খুব কম হবে। এছাড়াও এই সোর্স থেকে বেশি ভিউস আসলে চ্যানেল মনিটাইজ করতেও নানান সমস্যা দেখা যায়। যদি এই সোর্স থেকে আপনার চ্যানেলের ভিউস বেড়ে যায় তাহলে অপরিকল্পিত শেয়ারিং থেকে বিরত থাকুন। 

7.Direct or unknown

এই ট্রাফিক সোর্স থেকে ভিউ কিভাবে আসে সেটা আসলে ইউটিউবের কাছেও অজানা, সচারাচর খুব কমই এই সোর্স থেকে ভিউ আসে। তবে স্প্যামিং করলে এই সোর্স থেকে ভিউ আসা বেরে যেতে পারে, যা মোটেই কোনো চ্যানেলের জন্য ভালো লক্ষণ নয়।

8.Playlist page

বন্ধুরা  আপনার চ্যানেলে যদি playlist থাকে তাহলে এই সোর্স থেকে আপনার ভিডিওতে ভিউস আসতে পারে। এছাড়াও প্লে লিস্ট লিংকে ক্লিক করে ভিডিও দেখলেও সেই ভিউস এই সোর্স এর মধ্যে পড়বে।

9.End Screen 

বন্ধুরা end screen হল, যেকোনো ভিডিওর শেষ ২০ সেকেন্ডের মধ্যে অন্য কোনো ভিডিওর যে থাম্বনেল গুলো দেখি সেগুলো, এর মাধ্যমেও আপনার চ্যানেলে আপনি ট্রাফিক নিয়ে আসতে পারবেন অর্থাৎ আপনার ভিডিওতে ভিউস বাড়াতে পারবেন

10.Video cards and annotations

বন্ধুরা আপনারা হয়তো অনেক ভিডিও তে শুনবেন যে " আই বাটনে ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন" এটাই মূলত Video cards and annotations এর মাধ্যমেও কিন্তু আপনার চ্যানেলের ভিডিও গুলোতে আপনি ভিউস নিয়ে আসতে পারবেন। কিভাবে ভিডিও তে আই বাটন ব্যবহার করবেন, সেটা জানতে এই ভিডিওটি দেখে নিতে পারেন।


11.Shorts feed

এই ট্রাফিক সোর্স সম্পর্কে হয়তো আপনারা সবাই কম বেশি জানেন তাও যদি একটু সংক্ষেপে বলি short video থেকে যে ভিউস আপনারা পাবেন তা এই সোর্স এর মধ্যে পড়বে। বর্তমানে এই সোর্স থেকে অনেক ভিউস পাচ্ছে ইউটিউবাররা। এছাড়াও shorts বানিয়ে আপনি প্রতি মাসে জিতে নিতে ১০০- ১০ হাজার ডলার পর্যন্ত award money.

12.Hashtag pages

হ্যাশট্যাগ কি তা আমরা সবাই জানি, ইউটিউব ভিডিওর টাইটেল এর নিচে দেখবেন হ্যাশ দিয়ে নীল রঙের একটি কি ওয়ার্ড থাকে, এটাকেই হ্যাশট্যাগ বলে। যদি কোনো হ্যাশট্যাগ দিয়ে কেউ ইউটিউবে ভিডিও  সার্চ করে দেখে তাহলে এই সোর্সকেই Hashtag page বলে। অনেক সময় কোনো ভাইরাল কনটেন্ট নিয়ে ভিডিও আপলোড করলে, হ্যাশট্যাগ ভিডিও ভাইরাল করতে বড় ভূমিকা রাখে।

13.Subscription feed

বন্ধুরা আপনি ইউটিউব এপ্লিকেশন ওপেন করলেই এখানে 

নিচে subscriptions নামে একটা জায়গা দেখতে পারবেন, যেখানে যে সমস্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের ভিডিও।যদি কোনো দর্শক আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে এখান থেকে আপনার ভিডিও দেখে তাহলে এখানের ট্রাফিক সোর্সটা হলো subscription feed যদি আপনার চ্যানেলে প্রচুর সাবস্ক্রাইব থাকে তাহলে এখান থেকেও প্রচুর ভিউস আপনি পেতে পারেন।


তো এখানে সর্বোমোট ১৩ টি ট্রাফিক সোর্স আছে যেগুলোর দ্বারাই আপনার চ্যানেলে ভিউ আসতে পারে।এখান থেকে কোন সোর্স থেকে আপনার বেশি ভিউস আসে সেটা কমেন্ট করে জানাতে পারেন।ধন্যবাদ।




কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.