Header Ads

Header ADS

মোবাইলের জন্য সেরা থাম্বনেল এডিটর এপস ও সফটওয়্যার




আসসালামু আলাইকুম সবাইকে। বন্ধুরা "vid Solution" এর পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম।আমাদের  আজকের বিষয় "মোবাইলের জন্য সেরা থাম্বনেল এডিটর এপস ও সফটওয়্যার"। অবশ্যই আর্টিকেলটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ পড়বেন।

মোবাইলের জন্য সেরা থাম্বনেল এডিটর এপস ও সফটওয়্যারঃ-


১.Canva

ইউটিউব থাম্বনেল বানানোর জন্য অন্যতম সেরা এপ্লিকেশন হল Canva।এর সব থেকে বড় সুবিধা হল এটাকে আপনি সম্পূর্ণ ফ্রিতেই ব্যবহার করতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই।আর আপনি যদি গ্রফিক ডিজাইনিং এ বেশি অভিজ্ঞ না হন তাহলে এই এপ্লিকেশনটি দ্বারা সহজেই বানাতে পারবেন প্রফেশনাল থাম্বনেল আপনার ইউটিউব ভিডিওর জন্য।এছাড়াও এই এপ্লিকেশনটি দিয়ে আপনি ইউটিউব ব্যানার,লোগো,পোস্টার ইত্যাদি বানাতে পারবে।   

২.Pixellab

বর্তমানে বহু সংখ্যক বড় ইউটিউবাররা তাদের ভিডিও থাম্বনেল এই  Pexellab দিয়ে বানিয়ে থাকে।এর সব থেকে বড় সুবিধা হল এই এপ্লিকেশনটির দ্বারা আপনি সম্পূর্ণ HD কোয়ালিটি থাম্বনেল বানাতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে কোনো রকম টাকা পয়সার ঝামেলা ছাড়া। এছাড়াও pixellab এর বিভিন্ন এডিটিং টুল এবং টেক্সট ফন্ট আপনার থাম্বনেলকে আকর্ষণীয় করে তুলবে।

৩.Picsart

Picsart হল আরেকটি জনপ্রিয় ফটো এডিটিং টুল।সবথেকে ভালো কথা এটা দিয়ে আপনি থাম্বনেল এর পাশাপাশি আরও অনেক কিছু যেমনঃ- ছবি এডিট,ভিডিও এডিট,স্টিকার বানানো ইত্যাদি করতে পারবেন।এছাড়াও picsart এ বেশ কিছু ফিচারস রয়েছে যেগুলো দিয়ে আপনার চ্যানেলের জন্য একটি প্রফেশনাল থাম্বনেল বানাতে পারবেন।  

বন্ধুরা এই তিনটি এপস বা সফটওয়্যার গুলো গুগুল প্লে স্টোরে পেয়ে যাবেন। এই তিনটি এপ্লিকেশন ছাড়াও আরও অনেক এপ্লিকেশনে রয়েছে যেগুলো দিয়েও আপনি থাম্বনেল বানাতে পারবেন, তবে এই তিনটি এপ্লিকেশন সব থেকে সেরা।এর মধ্যে কোনটি আপনার কাছে বেশি ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। ধন্যবাদ। 

   

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.