Header Ads

Header ADS

ইউটিউব চ্যানেল হ্যাক হলে ফিরিয়ে আনার পদ্ধতি


আসসালামু আলাইকুম সবাইকে। Vid Solution  এর আরেকটি আর্টিকেলে আপনাদের জানাই স্বাগতম।
বর্তমানে ইউটিউব এর প্ল্যাটফর্মে চ্যানেল হ্যাক হয়ে যাচ্ছে । যাদের পূর্বে হ্যাক হয়েছিল তাদের চ্যানেলও সম্প্রতি পুনরায় হ্যাক হচ্ছে । কিন্তু যাদের  প্রথমবার চ্যানেল হ্যাক হয়েছে তারা অনেকেই জানেন না যে চ্যানেল হ্যাক হয়ে গেলে কীভাবে তা ফিরিয়ে আনতে হয় - চলুন জেনে নেয়া যাক সেই পদ্ধতি গুলো।

প্রথমেই আপনার টুইটার একাউন্ট থাকা খুবই জরুরি ।যদি না থাকে তাহলে এখুনি নিজের ঠ
টুইটার একাউন্ট  খুলে নিন । তারপর 

  • @Team YouTube
  • @YouTubeCreators
  • @YouTube
নামে ইউটিউবের এই তিনটি ভেরিফাইড টুইটার পেজ ফলো করুন।

তারপর আপনার চ্যানেল যে হ্যাক হয়েছে সেই সম্পর্কে লিখে জরুরী সাহায্য চেয়ে উপরে দেওয়া ইউটিউবের এই  তিনটি টুইটার পেজকে মেনশন করে পোস্ট করুন । এসব পেজ থেকে ১-২ দিন এর মধ্যে আপনাকে রিপ্লাই করা হবে এবং সেখানে আপনাকে একটি লিংক দেওয়া হবে যার মধ্যে একটি ফর্ম থাকবে । এই ফর্মে ইউটিউব আপনার কাছ থেকে আপনার চ্যানেল লিংক, অ্যাডসেন্স পাবলিশার আইডি, চ্যানেল হ্যাক হওয়ার তারিখ, আপনার চ্যানেলের সর্বশেষ ভিডিওর লিংক,  যোগাযোগের মেইল,আগে কখনো হ্যাক হয়েছে কিনা ইত্যাদি এসব জানতে চাইবে । আপনি সেগুলি সঠিক ভাবে সাবমিট করলেই আপনার মেইলের মাধ্যমে ইউটিউবের সাথে আপনার যোগাযোগ তৈরি হয়ে যাবে। ইউটিউব যেকোনো সময় আপনার কাছে বিভিন্ন তথ্য চাইবে এবং আপনাকে সেই অনুযায়ী তথ্য দিতে হবে হবে । এভাবে একজন ইউটিউবের এমপ্লয়ি যুক্ত হবে আপনার সঙ্গে এবং চ্যানেল ফিরে আসা পর্যন্ত তাকে ১-২ দিন পর পর চ্যানেলের অবস্থা  জানতে চেয়ে নক করতে থাকবেন এবং আপডেট জানতে থাকবেন । সর্বোচ্চ ৩ সপ্তাহের মধ্যে আপনার চ্যানেল ফিরে পাবেন ইনশাল্লাহ ।

এছাড়াও টুইটারের সাথে সাথে নিচের মেইলগুলি দ্বারাও ইউটিউবের যোগাযোগ করতে পারেন। যেখান থেকেই আগে রেসপন্স পাবেন সেখানেই যোগাযোগ শুরু করে দিবেন।
creator-support@youtube.com
yt-partner-support@google.com

তো বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই আপনি নিজেই সব করতে পারবেন যদি আপনি উপরের বিষয় গুলো ফলো করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.